মানুষ, জন্মের পরেই তার আসে হুঁশ
ধীরে ধীরে আগে বাড়ে মানব গুণ
সংস্কার, শিক্ষা-দীক্ষায় হয় জ্ঞানবান
একদা আদর্শে মানুষ সে হয় মহান ।


প্রকৃত মানুষ তার চাই স্বাধীনসত্তা
নিজ উত্থানে চঞ্চল যেন কাকচেষ্টা ,
জাগতিক কর্মকাণ্ডের জ্ঞাত জ্ঞান
কঠিনতম প্রশ্নের মীমাংসার মান ।


মানুষ যদি হয় শোনা কথায় ভাবুক
জড় ও প্রাণী সম মনে ধরে সুখ ,
মানুষ ছাড়া সবে হাজারে থাকে কমি
ওদের না অজ্ঞানতা নিয়ে হয়রানি ।


বিদ্যা চর্চা নিয়ে সদা আদিখ্যেতা
অজানায়, বিভেদ-দ্বন্দ্বে উদাসিনতা ,
শান্তি সুখে মাতমে যদি রত মাথা ,
না কোন তড়পন মনুষ্য জন্ম ফল
জড়ের সমতা দৃশ্য দেখা নরে অবিকল ।


কারাগারে বদ্ধ রাখেনি কোন মানার
সংসারের গূঢ়তম বিষয় আছে জানার ,
মানুষ সে প্রদীপ্ত উজ্জ্বল জোতিষ্কসমা
হোক সে উন্নত, সদগুণ করে জমা ।
বিফলায় হারালে এ অমূল্য জীবন
নিজে- নিজেরেও হয় না তায় ক্ষমা ।


(২৬-০১-২০২৩)
দিনাংক-(২৫-০১-২০২৩)
রীনা বিশ্বাস-হাসি (মৈত্রেয়ী কবি)- তাঁর কাব্য,- “আপনার দেখা চাই".............
সেখানে মন্তব্য করতে যেয়ে প্রেরণা পাই, তাই এ কাব্য লেখা । তাঁর সম্মানে এ কাব্য আসরে রাখা ।