ঘনায় কলঙ্ক , নিষিদ্ধ কর্মে ,
সে অযাচিত পাপময় ধর্মে ;
পরকীয়া গমন মানবতার পতন ,
পরিবার রসাতল- নিলে যতন ।


জীবনের ঘনঘটায় ,
অঘটন জীবন পাতায়-পাতায় ;
যারা ভাবে না যাত্রা- সুদূর -
নেশায় ভাবে, আপাততঃ মধুর ।


না ? আমি বলি, খরবদার !
কক্ষনো বাড়িও না পা, ঐ পথে আর ;
বোধগম্য যখন অকল্যাণ- ছাই -
সে সব কেন ধরা চাই ?


মানে না মন ! দেখে জনাচরণ ,
সুস্সুড়ির দোল ,বেয়াড়া মন !


(১০-০২-২০২৪)