সংস্কারের পাণ্ডুলিপি-মনভরা নানা ,
একটু অন্যথা হলে মন দেয় যাতনা ;
সকাল-সন্ধ্যে আমার চেষ্টা নানা
আগে জগৎ পক্ষে, হতে চাই অধুনা ,
আমি চাইলেও সব হয় না
মন, তার উর্ধ্বে যেতে দেবে না ।


বুঝতে পারি না, কিরকম ভাঁওতা !
আমার বুদ্ধিবিবেক সব হয় ভোঁতা ,
কখনো মনঃপ্রতি ভরে- তিক্ততা -
মনের সাথে- দ্বন্দ্বে থাকি অযথা ।


চাই আমি, ব্যতিক্রমী কিছু করতে
সে মন পিছে টানে রুখতে গণ্ডিতে ,
আরো চেষ্টা ,আষ্টেপৃষ্ঠে বাঁধতে ;
হতাশায় আমি, ভরে এ জগতে !


(১০-০২-২০২৪)
ভাঁওতা > ধাপ্পা ।