নদীপাড়ে মনে ওঠে, কৈশোরের স্মৃতি
কিন্তু এখন জীবনটা অচল সম্পত্তি ;
মন বলে,- পুনঃ জলে দে ঝাঁপ
এখনো আছে সময় ,হোস না অবাক !
সাঁতরা নদী এপার-ওপার
আগেও তো কাটতিস সাঁতার ।


আমি বলি না ,বার্ধক্য সহজাত ,
হলে অসুখ, জুটবে না ভাত ।
মন বলে, ধর্ হিম্মত্ -
হাতের লাঠি ছাড় ! কর্ কসরৎ ,
পাবি সুফল ,যুবক অবিকল ।


(১০-০২-২০২৪)