আগামীকালটা কে দেখেছে
সূর্যটা ডুবে গেল- বেশ !
এ জগতের যতো হাকডাক
চোখ বুজলে সব ভষ্ম-শেষ ।


জীবনভর কত স্বপ্ন পোষা
পায় না স্বস্তি মন-অন্তকরণ -
সেথা, পল-পল বাঁচার লড়াই
সহ্যতে জীবন, অশেষ ষন্ত্রণ ।


উঠতি সূর্য সবে প্রণাম করে
ডুবতে সুরজকে দেয় না দাম ,
এটাই জগতের নিয়ম-কায়দা
নিষ্ফলা অবেলায় ঝরালে ঘাম ।


মানবের মূল্য পরোকারে
জাতি ধর্মে হয় না ওজন ,
ভ্রতৃত্বে ,বন্ধুত্বে, বাঁধা যে পড়ে
তিনি হন শ্রেষ্ঠ উত্তম সুজন ।


(২৫-১২-২০২০)
যন্ত্রণ > যন্ত্রণা ।