পেশীবল বেশ শক্তি ধরে
হামেশা, দুর্বল পায় ভয় ,
দুর্বলও কখনো বুদ্ধির বলে  
পেশীর দম্ভ করে ক্ষয় ।


‘আত্মবল’ এক মহাবল
‘অর্থবল’, সমতূল্য সে নয় ,
অর্থবল আরো বড়োবল
অর্থে, আত্মবলের বাড়ে জয় ।


‘জনবল’ অধিক বড়ো বল
তার কাছে সব বল গৌণ-খাট ,
জনবলই জগৎ মাঝে
কাজে ,সবার চেয়ে হয় শ্রেষ্ঠ ।


বলের আহরণ ঘটেবাড়ে- প্রচেষ্টায়
পরিশ্রম, ধৈর্য্যে- তা’ সম্ভব হয় ,
জনবলের স্বাদ পেতে হ’লে
মানবের হৃদয় করা চাই- জয় ।


(০১-১০-২০২২)