কিছু কিছু মন্ত্র ,তার আছে অসীম গুণ
পেতে জীবনের হারানো সে সুর
মন্ত্রজপা একমনে আগ্রহে ভরপুর
সে আস্থার মন্ত্র , দুঃখ তাড়াতে নিপুন ।


ভরাডুবি তাও মন্ত্রে জাগাতে, মরিয়া  -
হালে যদিও কালের করাল রূপ
তাতে যাবেই দুঃখ-বেদনা খুব
শেষে বোধে আসে ,মায়ার দুনিয়া !


কিছু মন্ত্র ,আগের জমানায় হবে সুখ
কষ্টতে স্থির রাখ এ জীবন
এখন পরীক্ষা, সহ্যতে মন ,
মন থাক চরণতলে সেবারত, উন্মুখ ।


যতো অনাচারী, দেখবেন--ভগবান !
সহিষ্ণুতায় ধরে রাখ মান
তবেই স্বর্গতে পাবে স্থান ,
সৌভাগ্য খোলে, হলে সে ধর্মে পরাণ ?


(৩০-০৭-২০২২)