ভোটে ঝোলি ভরা- নেতা
আজ কত রঙ্গে বলে কথা
ভাবে মজবুত্ পায়ের নীচের জমি ,
অন্তর-মন পুঁজিবাদের পক্ষে ধনী
দেখে না নিজ মধ্যে কোন কমি ।


স্বাধীনতার পর অনেক বছর হ’ল পার
দেশে জনতা করে দারিদ্র্যতায় হাহাকার ,
স্ফূর্তিতে আছেন নেতা- অপার
ভোলাজনতার বিচার যেন মান্ধাতার
বোঝে না এ নিছক আদিখ্যেতার !


যতো আজগোবি কথা-কল্পনায়
যেমন ছায়াচিত্র খুব হিট্ পায় ,
তেমনি রাজনীতিরধারা বয় !
নেতার উদভট রঙিন নীতির কথা
নেশায় ভরা যেন জনতার মাথা ,
তারা বহন করে নেতার ছাতা ।


ভোলা মানুষ ফেরানো সোজা নয় !
দিন-দিন অতল তলে ডোবে আস্থায় ।


(০৪-০৩-২০২৩)
মজবুত্ > শক্ত ।
হিট্ পায়  > প্রশংসা , সুনাম পায় ।