অতীত ঘাঁটলে মেলে বহু তথ্য
আদিমে মানব ছিল প্রকৃতির ভক্ত ,
ফল-মূল কুড়িয়ে করত তারা আহার
তবে, গোষ্টি দ্বন্দ্ব ছিল ভীষণ অপার ।


মানব ও পশু ছিল সাথ-সাথ অবস্থান
সুযোগে , একে অপরের নিত জান ।
আগে যেয়ে এই সেদিন ধর্ম এলো
মানব জীবন উন্নতির প্রকল্পে
ধর্মে আভাস পেল উত্তম আলো ,
তবে পাতা ভরা অলৌকিক গল্পে ।


যুগে-যুগে ধর্মে মান্যতা, আত্মা- শুদ্ধি
তবু যায় না মন থেকে সে দুর্বুদ্ধি !
এখন বিভেদের এক অস্ত্র ধর্ম বোধ
কাঁটা তারের বেড়ায় সীমানা করা হয় অবরোধ ;
তবু মানায় না আকাশ পথ খোলা ,
সেই অতীত সংস্কার জীবনে মেলে মেলা ।


(২৪-০৬-২০)