বন্য অবস্থা থেকে মানবের ক্রমোন্নতি ,
অধুনা শিক্ষাজ্ঞানে ভদ্র-সভ্য-সহিষ্ণু মতি ;
দেশ-কালে অনিষ্টে তবু কত আছে মাতি
বাঞ্ছা প্রবুদ্ধজনের , শান্তির জীবনজ্যোতি ।


শিক্ষা থেকে বঞ্চিত ,আদিতে মানব
গড়ে নি দৃশ্যময় আজ যা দেখা দানব !
দিত আভাস-ইঙ্গিত, দুর্ভাবনায় তার
এখন হত্যা লীলা চলে, বিনা খবর ।


যদিও অতীত তুলনায় ধর্মবোধ যথেষ্ট
ধর্ম-ধারণ, অথচ মানবতা করে নষ্ট !
সাফ কথা, কোন্ আত্মা কাঁদে বা হাসে
তারা ভাবে, তাদের কি বা যায় আসে
‘অতীত বলে কিছু নাই
আছে আত্মবল একমাত্র প্রভুর দোহাই ,
বিনা ভূতে বাদ যায় না আজিকার সর্ষে
মিছা কেন দ্বেষ-দ্বন্দ্ব অতীত ভাবনা পুষে !’


(২৪-০৬-২০)