পৃথিবী-গ্রহ, চন্দ্র-সূর্য , নক্ষত্র-সৌরমণ্ডল ,
আরো সব প্রাকৃতিক বিষয় আলো-বাতাস-জল ;
সুদূর নীহারিকা , আকাশ গঙ্গা ,সমগ্র ব্রহ্মাণ্ড -
সবই অতীতে গড়া প্রহেলিকা-রহস্যময় প্রচণ্ড !
রহস্যের নেই শেষ, চারিভিতে আঁধার
অতীতে এমনি ছিল আবৃত চারিধার ।


আবার সেই পথে ফিরবে জগৎ
অতীতের সে মহাশূন্য আঁধার
তারই সাথে হবে অন্তিম মিলন-সংযোগ ।
বর্তমান ও ভবিষ্যৎ কালের গর্ভে হবে বিলীন
অন্ধকার অতীতের কাছে জীব প্রকৃতি, গৌণ ,
সব সংঘাত ,কলোরব আঁধারের বুকে হবে লীন-মৌন ।


(২৮-০৭-২০)