জানি, মাটিতে গাড়া মুর্দা উঠিয়ে কোন লাভ নাই ,
উল্টে আপদ ঘনাতে পারে বিপদ, ত্রাহি-ত্রাই ;
সকলে জানেন-  প্রবুদ্ধ সবগুণী ও জ্ঞনী
ইতিহাস যে স্মরণ করায়, সাবধান বাণী !


সে অতীত জানায়- কতর হয় শোক ,
অন্তকরণে ধ্বনি তোলে কত না দুর্ভোগ ।
তবুও ইতিহাস এক সত্যজ্ঞান সাধক
এদিকে দ্বিমতবাদে বিভক্ত বিশ্বলোক ।
খণ্ড-খণ্ড হওয়া এক ভারত উপমহাদেশ
জানাতে আত্মায় মেলে অশেষ কষ্ট-ক্লেশ ।


কোনটা ঠিক আর কোনটা বেঠিক
আপন আপন স্বার্থই দেখায় দিক ।
মানবতার মাপকাঠিতে মাপের ফল অনন্য
উত্তম ভাবনা হোক উদয় সদা দশের জন্য ।


(২৩-০৬-২০)