মানবের মহাগুণ মেধা ও স্মৃতি  
ছিল অতীতে এ বিদ্যা, অনেক অনেক কমতি ।
এখন আবিষ্কারের স্বর্ণময় যুগ ;
অতীত ঘেঁটে বৈজ্ঞানিক, জ্ঞানে লাভবান খুব ।


প্রকৃতির দুর্যোগে মানব থাকত নাজেহাল
এখন প্রকৃতি গৌণ,
মানুষ মানুষে ডাকে মৃত্য-কাল ।


দৈব আরাধনায় ব্রতী মহাত্মা ঋষিকুল
তাঁরা অপার আনন্দে থাকত মশগুল ।
জীবনধারণে সীমিত চাহিদায় ছিল খুশী ,
এখন দ্রব্যগুণে জীবন-নেশা, মেতে বেশী বেশী ।
অতীতে শতায়ু করত তাঁরা পার
এখন যৌবনে দর্শণ-যমের দুয়ার !


আজ উন্নতির জয়কেতন আকাশ ছোঁয়া ,
তবু যেন অতীতের কাছে মাঁগিঁ- দুয়া ।


(২৫-০৭-২০)
কমতি > কম, কমি ।