আগে আসবে সে ভবিষ্যৎ ,
তাও একদিন তলিয়ে যাবে অতীতে ,
যদিও বর্তমানটা বেছে নিয়ে
জীবন থাকে উন্মত্ত ।


হই-হুল্লোড়ে জীবন যেন রং ধরা ,
সুখে-দুখে মন রয় ভবিষ্যৎ ভরা ।
কত না অশুভ ঘটে অতীতে
কেহ কী চায় সে স্মৃতি মনে রাখতে ?
তবু মিছে মায়ার চলে সংসার
পথ বেছে নেয় জীবনে যার যার ,
এই তো জীবন আশার , সৃষ্টি হয় যুগাবতার ।


জীবনধারণ-ই এক অপূর্ব খেলা ,
সময়ে চায় মানব, রূপে-গুণে অপার জেল্লা ।
মাটিতে মাটিতে গড়াগড়ি -
অতীত অতীত করে কেহ চায় না বাড়াবাড়ি ;
অন্তিম-শেষ তো একটাই
সবে খোঁজে অজানা ঠাঁই ।


অতীত শিক্ষাই তো বর্তমান ,ভবিষ্যৎ ,
আজো পারি নাই করতে আপনত্বে তারে আত্মসাৎ ।


(২৬-০৭-২০