আগুনে করে দগ্ধ লাল
কামার, কাঁচালোহা পিটিয়ে পিটিয়ে
লোহা শক্ত করে বেতাল
জ্ঞানী-গুণী ও অশেষ ঘাত প্রতিঘাতে
নানা কৃচ্ছ্র সাধন করে
একদা ফেরায় তার কপাল ,
এ ছাড়া সফলতা আসে না
অন্য সহজ পথ ধরে ।  


যারা ফাঁকতালে ওড়ে গগনে
সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় না রথ
মাঝ পথে পা পিছলে
দুর্দিন দেখে আগধ ।


জীবনের শুরুতে সুখ
ঘিরে ধরে অনেক অজানা অসুখ ।
কামার না হলে কালে
কাঁচা ভাব থাকে লোহার ভালে ।


(৩০-১০-২০২২)