চলমান সময় , যেন চলন্ত রেলগাড়ী
প্রচণ্ড গতিতে চলছে তার গন্তব্যের দিক
ওঠা নামা লেগে আছে সে মুসাফির
সবে অভ্যস্ত এমতঃ পরিস্থিতির ।


বেশিদিন ভাল লাগে না একঘেয়েমী রীত
এ ধারা চলমান যুগ-যুগ, সময়ে নাড়ায় ভিত ,
কোন বিষয়ে বেশীদিন স্থায়ী নয় বন্ধন- পিরিত ।
সমাজ সংস্কার আবহাওয়া ধরে রাখতে
কত কত কৃচ্ছ্র সাধনে শৃঙ্খলা রক্ষা
যুগ গতি নীতির ঘোড়া- উত্তাল ঢেউয়ে
কত বন্ধন প্রচেষ্টা সে করে উপেক্ষা ,
তাই বাঁধন ছাড়া লাগামের ঘোড়া
কারো বশে না পোষও মনে না
না জানি- কোথায় যাবে আগে, সংস্কারের ধারা !


(০৮-১০-২০২২)
*-উদাহরণ,—আগে সবে বই পড়ে ভালবাসত ,এখন মোবাইলে বেশী সময় কাটে ,নিয়ম ধারা বদলায় ।