দেব আরাধনার মূল উৎস
মন ও সমাজকে রাখা স্বচ্ছ
মানুষ অহরহঃ খোঁজে সুখ-শান্তি
মানুষ নিয়মে বাঁধা, দেখি না ভ্রান্তি ।


গড়তে হলে প্রকৃত মানুষ
আগে নিজের বিবেক-বোধ-হুশ
গড়া নয় মিথ্যা ভাবনায় সে ফানুস ,
হেলায়-অবজ্ঞায়, জীবনটা করা নয় তুষ ।


উদ্দেশ্য যখন বাঁচা ও বাড়া
জ্ঞনালোকে জাগুক মনুষ্য সাড়া
জীবনে ঘটুক নব-নব শিক্ষাধারা
মানুষ হোক মানুষ, জীবনে তারা ।


(০৩-১০-২০২২)
"বিবর্তনে মানুষের ল‍্যাজটিই শুধু বিলুপ্ত
প্রভুত্ব করার বাসনা আজন্ম মজ্জাগত।"......সুবীর ভট্টাচার্য্য (দীপ্তেন্দু কবি)-(০২-১০-২০২২) -আমার কবিতা “পশু ও মানব”, সেথা অতি জ্ঞানবান মন্তব্যে , মুগ্ধ হয়ে, আমার এ কাব্য লেখা। শ্রদ্ধেয় কবিকে তাঁর সম্মানে উৎসর্গ করা হল ।