কোথায় ছিলাম কোথায় এলাম
এতো চাক্ষুষ দেখা ,
সামনে আবার কি দিন আসছে
হয়নি জানা-শেখা ।
দুনিয়ার চক্র চলতে থাকবে
কিছুটা আগে পরে ,
হাসি কান্নার লাগাম ধরে
ঘটনা সংসারে ।


ডাইনোসর সে অদ্ভুত জীব
উদাহ আজ ভবে ,
ভীম, অর্জুন ,কর্ণ তাঁরাও
চলে গেছে সবে ।


ভারতবর্ষ সে টুকরো হল
রাশিয়ারও হ’ল তাই ,
কোন দেশ পুনঃ এক হবে
তারই আভাস পাই ।
ফিলিস্তিন ইরাক সিরিয়া নিয়ে
ঝরছে কত রক্ত ,
অশুভ কাজে মাতম ভরা
জুটছে কত ভক্ত ।


যার বেদনা সেই বোঝে
অভুক্ত, হীনদীন ,
কভু বোধের ঘরে জ্বলবে দীপ
আশা যদিও ক্ষীণ ।


(১৩-০১-২০২২)