মানবোন্নতির মূল কাঠামো
এক অসীম ক্ষমতাবান সংস্থা- রাষ্ট্রযন্ত্র ,
তার চালক হবে শুদ্ধ বিচারে ধনী
জনতা সাগরে এক যোগ্য কাণ্ডারী তরণী ,
যাঁর ধ্যান-জ্ঞান, আদর্শ হবে দেশ জনতা
সবে আশা করে এমনি দেবতূল্য নেতা ।


না কামনায় যেমন হিটলার
ভুল পথে একতায় না জাতির চালক
এ যুগে না চাহ , একছত্র সেমত অধিকার  
না নিজ নাম সর্বত্র শ্রেষ্ঠতার প্রচার ,
মনে -পোষণে- তোষামোদী
না-বিন্ নক্সায় আজগুবি চিন্তা-বুনিয়াদী ;
ভাবনায় হতে হবে গুণে শুভনিয়ামক
সভ্য সমাজে এমনি হোক শাসক ।


দেশ জাতি-ধর্ম এক পক্ষের নয়
পরম পূজনীয় তিনি দেশ চালক পিতা
কর্মগুণে সুশোভিত হয় ইতিহাস পাতা ,
এ হেন ব্যক্তি কত ত্যাগী, পবিত্র ,
তাঁর দেশসেবায় রবে ধর্ম-কর্ম-চরিত্র ।


(২২-০৯-২০২২)