মোহ , সেও এক মাতাল করা নেশা !
আবেগে বাতাসে, নীলাকাশে, ভেসে বেড়ায়
আরো আরো সুন্দর আশা ! মনে বাঁধে বাসা
বাঁধন ছাড়া মুক্ত বিহঙ্গ, ব্যস্ত থাকে ওড়ায় ,
ক্ষমতায় অতি সে চায় তারও উৎকর্ষ
জ্ঞানী বলেন, অধ্যবসায় কঠোর পরিশ্রম
সঠিক উদ্দেশ্য মনে ধারণ, উল্লাস-হর্ষ ,
পাওয়া যায় সফলতা বেশী বা কম ।


কেহ যদি এই মানবকূলে
সুকাজে কারো পরিচয় যদি নেয় তুলে
হৃদয়-মন হয় বিগলিত,
নতঃশির, তাঁর চরণ তলে ।
এই নশ্বর ভবে, কে বা কত দিন রবে
সময় এলেই শূন্যহাতে- চলে যেতে হবে ।
তিনি যে মহান ভাগ্যবান
কিছুটা মেলে সান্ত্বনা, আত্মার-তৃপ্তি
যদিও না এর কোন অব্যাহতি,
উড়তে উড়তে একদিন ঘনায় বিরতি
অন্তিম সখা-সাথী হয়ে আসে
অকাট্য সত্য, জগৎ নিয়ম স্থিতি ।


(২৬-০৩-২০২৩)
অব্যাহতি > রেহাই, মুক্তি ।


("আর আমার মত এ গরীব বাঁচে আপনার থেকে কিছু লেখা মনের গভীরে চিত্রায়িত করবার আশায়। প্রিয় কবি পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম।"--কবি-মলয় মুখার্জ্জি) ।
আমার “পশু” কাব্যে, ২৫-০৩-২০২৩- এমত প্রবুদ্ধ কবির অতি আপনত্ব মন্তব্য পাই , অত্যন্ত ভাবুক হয়ে তাঁর সম্মানে, নামে, তাঁকে এ কাব্য উপহার ।