মান্যতায় শ্রেষ্ঠ ন্যায়নীতি ,
সে পাথেয় জীবন জ্যোতির  
শাস্ত্রের পাতা উপদেশে ভরা -
সবই বাচন অমূল্য মন কাড়া !
করলে অবমাননা শাস্ত্রের প্রতি ,
চললে প্রতিকূল, ঘটে দুর্গতি ।
না ?এসব প্রমাণিত, আজ মিথ্যা !
এ ন্যায়নীতি, মূল্যহীন- বৃথা ।  
লব্ধিতে সুখ, উপায় যে সস্তা
অপকর্মে, চাই মনেতে আস্থা ।


যে চলে জীবনে অসৎ পথে
সে বুক ফুলিয়ে গর্বে মাতে !
যে বড়ো ঠগবাজ -
সে করে স্বচ্ছন্দে রাজ ।
যে অলস, অকর্মণ্য
সে মহান, তার জীবন ধন্য !
যে দশরে করে সর্বনাশ -
তার ঘরে ঘৃত-মধু, বারোমাস !
ফাঁকি দিয়ে যার জীবন ,
তারই গৃহে সিংহভাগের ধন ।
যে উদ্দণ্ড, শঠ, লম্পট ,
সমাজে তার বেশি দাপট !
ছল, খল, লুটেরা যারা -
আঃ-মরি বাহারে ঘোরে তারা !
আর কত চাই প্রত্যক্ষ প্রমাণ ?
পরাভব আজ নীতিজ্ঞান !


(ইং-০৯-১১-২০১৭)