হাবু ও গবুর একই নীতি, দল ভিন্ন
এরকম করার অর্থ ?
নিজ স্বার্থ সিদ্ধির জন্য ।
পোষে দু’দলেই গুণ্ডা-সাকরেদ
তারা গলায় গলায় মিলে থাকে
বিরোধিতা দেখায় নকল কুস্তি ফাঁকে ,
কখনো জন মানসে চায় ক্ষমা, করে খেদ ।


রাজনীতির খেলায় হাবু-গবু
সবার মন করে জয়
নিরীহ তারে কাঠগড়ায় দাঁড় করায় ,
আবার সময় করে দলনাম পালটায়
নূতন বোতলে পুরাতন পানীয় যেমন হয় ।
এ খেলা দেশ জুড়ে চলছে মেলা ,
রাজনীতির অক্ষর জ্ঞানে জনতা যে ভোলা !


(১৬-০৩-২০২৩)