পরিশ্রমে মাঠে বীজ ফেলে
যদি থাকা হয় আরাম কেদারায় ঢলে
কীঁট-পতঙ্গ, গরু-ছাগল
সব করে নেড়া ,ফলে না কর্মফল ।


নেতা তো দেখি ভাল
কথা-বার্তা যেন জগৎ করা আলো
আমরা যদি হই “থালার বেগুন”
নেতার রাজনীতির সুযোগ বাড়ে শতগুন !
ভোট দিয়ে যদি সাজা চাতক পাখী
বিনা আন্দলোনে গণতন্ত্র পুরো ফাঁকি ,
এ খেলায় নেতার  শ্রীবৃদ্ধি ধন-সম্পদ-কদ
জনতার চেহারা শুকিয়ে কাঠ
হাড় জিরজিরে দেহ সার , ঘেরে আপদ ।


(১১-০৩-২০২৩)
“থালার বেগুন” হিন্দীতে এ প্রবাদ বহুল প্রচলন , “থালি কা বৈগন”,
> যার কোন স্থির স্থান নাই, গড়াতে থাকে ।
কদ্ > হিন্দী শব্দ > চেহারা , দেহের গড়ন ।