হাপরে যতো হাওয়া ভরা যায়
কামারের কাজ সহজ ততো তায় ,
যন্ত্রের সে হাওয়া ভরা কাজ -
এক সরল উপায় কর্মপ্রচেষ্টা
সহজে শক্তলোহা করা যায় চেপ্টা ।


জনমানসে রাজনীতির হাওয়া ভরে
নেতা কর্মক্ষেত্রে দ্রুত আগে বাড়ে ,
এই দেব,-- ঐ দেব, ফিতা কাটা -
এই এল সুদিন, সবুর কর কিছুটা ,
সব শোকতাপ নিরাময়
দেশে উন্নতির জয় জয়
সব দুর্নীতির ব্যাধি এবার হবে ক্ষয় !
দুধ-ঘি-ক্ষীরের সাগর
হবে উত্থান, শান্তি-সুখের মন-অন্তর ,
এ-কি ! হাওয়ায় ওড়ে মানুষ -
রাতের আকাশ ভরা, রং-বিরঙ্গার ফানুস ।


(১৩-০৩-২০২৩)