রাজনীতি এক শক্তিশালী অদৃশ্য অস্ত্র
মহারথী রাজনেতাগণ প্রয়োগ করেন সর্বত্র
প্রবাদে আছে, “জোর যার মুল্লুক তার”,
ইঁদুর যদি যাঁতাকলে পড়ে
“কোন আরাধনায় বাঁচে না সংসারে” !


রাজনীতির কাজ এমনি ভয়ংকর সাজ ,
তাকে দিয়ে নেতাগণ করেন রাজ ।
বিচার-আচার সব দেখাবটি মতলববাজ
শক্তির প্রয়োগ, অন্যায়কারীর না কোন লাজ ।
রাজনীতির কাছে বন্দী, স্বাধীনচেতামন
প্রজার রুচির না মূল্য, নিজ ব্যাক্তিত্ব আচরণ ।


ধর্ম-কর্ম- সংস্কার, সবই রাজনীতি ঠিক করে
দেশে, সবকিছু দলনীতির দ্বারা প্রভাব পড়ে ,
জীবনের রহন-সহন ,শিক্ষা উন্নয়ন
রাজনীতি দিশা তয় করে, এসবের চয়ন ।


(১৫-০৩-২০২৩)