রাজনেতা ও সাধুবাবারা বর্গে ভিন্ন
রাষ্ট্র চালনায় তারা হয় অতি অন্তরঙ্গ ,
স্বার্থের ভাববোধে তারা এক সমান অঙ্গ
যে কথা লোকপ্রতিনিধি বলতে পারে না -
সাধুর মুখ দিয়ে বলায়- নেতার সে ভাবনা ।


ছলের আছে অনেক রকম রূপ
যড়যন্ত্র রাজনীতিতে এসব চলে খুব ,
নিজ স্বার্থসিদ্ধিতে ধর্ম পথও অবলম্বন-
ছদ্মবেশে এ খেলা লোকতন্ত্রে আছে প্রচলন ।


খেলা খেলে ধরে রাজনীতি
এ কাজে নেতার বাড়ে অতি জনপ্রীতি ,
সাধারণ লোক দেখে না ভালমন্দ ক্ষয় ক্ষতি-
সর্বদা ভোট দানে দেখি জনতা ভাবুক, সুমতি ।


(১১-০৩-২০২৩)