রাজকার্যের নীতি-- রাজনীতি
রাজতন্ত্র বা গণতন্ত্রে পার্থক্য অতি
রাজার রাজঘরাণা তার স্বার্থ নিয়ে কাজ
খাজনা-আদায়ে অত্যাচারে না কোন লাজ ,
একটা ধকল, তাঁকে যেতে হয় সমরে
সম্মুখে যুদ্ধ করে, যেতেও পারে মরে ।


ধবধবে সাদা পোশাকে গণনেতাগণ
সুখ করে যায় আমরণ !
রাজার শিরে সর্বদা তলোয়ার লটকে
গণনেতা ফুল-হারে শোভে, শূন্য-মুকুটে ।
রাজার বরতা ঘুরপ্যাঁচ না,- সপাট বলা-
গণনেতার মিথ্যার পেটারা সাথে নিয়ে চলা ,
আধুনিক মিডিয়ার প্রযুক্তি প্রচার বিদ্যায় -
কূট রাজনীতির খেলা সর্বস্তরে দেখা যায় ।


(১৩-০৩-২০২৩)
ধকল > রিক্স । পেটারা > বাক্স ।