যখন সে সুপ্রভাতে মানুষে আসে হুশ
বিঘ্ন ঠেলে নিজ মঙ্গলে রত রয় মানুষ ;
  বাচালের ঘৃণিত অবিচার
         বাদ দিয়ে দূষিত ব্যভিচার
সমুহ কল্যাণে সংঘ প্রচেষ্টায় ধাবিত মন ,
শুদ্ধিতে মানব চরিত্র, উন্নততর জীবন ।

স্বার্থ-লোভ, ছল-চাতুরী, মনুষ্য কিছু প্রবৃত্তি ,
করে হ্রাস মানব মূল্যরে ,অগ্র গতির ক্ষতি ;
   তার থেকেও পায় শিক্ষা
           কাজে লাগায় সেসব দীক্ষা
সর্বদা মানুষ চায় একে অপরের সুসংগতি ,
এভাবে যাত্রা হয় শুরু, অসীম জন প্রগতি ।

গড়েছে কত ভিন্ন ভিন্ন আস্থার ভব্য মন্দির
সবই জ্ঞানালোক প্রকাশ সুসভ্যতার ভীড় ;
    মনুষ্যকুলেই হয় জন্ম তার
              উদয় কত কর্মঠ অবতার      
যুগ যুগ এ ধারা বইছে নদী প্লাবিত দু’তীর ,
মানব চায় আপন চির সুখশান্তির তৃপ্ত নীড় ।

(০৮-০২-২০২২)