অশুভ সে ঝড় , উত্তাল পারাবার
ক’জনা-বা রাখে, এসব খবর ?
সবে চায় ঘোলা জলে মাছ ধরতে
লাভের তরে জাল বাইতে
জানা তায় সহজ গুণ- সুন্দর ,
যদিও এ গুণে লাঘব হয় না আগে যাতনার ।


কালের আবহাওয়া না জেনে
ক্ষণিক সুখে-স্বার্থ ধরে
একদা যদিও কেহ উপরে চড়ে
লাভের বশে হয় তো পায় সুখ ,
পরিণাম ঘনায় দুঃখ-ক্ষত, বিভৎস রূপ !
আগে, দুঃখ-দিন ; কপাল ভরে
দেখা দেয় মাতম, ঘরে-ঘরে ।


কাম্য যদি সুখ অর্থ ও পেশী বলে
যদি কপাল ফিরানো ধূর্ত চালে ,
স্বভাব সংস্কারে ঘুণ ধরে
জীবন হয় বেহাল অশান্তি- জ্বরে ;
কিছুটা কাল, থাকে মালামাল
পরে, ঘনায় অশান্তির জঞ্জাল ।


(০৪-০৮-২০২২)
মাতম  > শোকাকুল পরিস্থিতি ।