অবুঝ সকলে, ছোট্টকালে
সে সব শিশুবেলার কথা ,
ভালমন্দ বোধে- আসে না
নিজভাল নিজে বোঝে না ,
উপকার নিয়ে কারো তরে
না কোন মাথাব্যথা ।


বুড়ো বিজ্ঞ বেজায় দড়
জ্ঞানেতে পরিপক্ক
কথায় কাজে ,রাস্তা-ঘাটে
সুযোগ পেলেই দীর্ঘমত
জুড়ে দেয় তক্ক ।


দেশটি ভাগে সুখের দিন
গরম আনে মনে
সে নেতা চলে গেছে
আবর্জনা রেখে পাছে
এমনি কিছু কি পাই ধ্যানে ?


আমাদের অনেক করার আছে
দেশ মা আজ ভিক্ষাযাচে
মানবতায় দাও সাড়া ,
দেশটা যেন না হয় আর
টুকরো টুকরো, সে সমাচার
আদর্শ সব কর্মকাণ্ড
না যায় মাঠেমারা ।


চারিদিকে মেঘ
অশনি সঙ্কেত
ভরাডুবি বুঝি, হয়- হয়
সৎ সমস্ত ভীত-সন্ত্রস্ত
ব্যাভিচারীরা খোঁজে জয় ।


(২২-০১-২০২৩)