এমন মোড়ে এসেছে যুদ্ধ
যার পরিণাম অতি ভয়াবহ !!
কে হারে কে জেতে বলা যায় না !
তবে, আগে ধ্বংস,-সবার তা জানা ,
যে জেতে সে হয় ধুরন্ধর সেকেন্দর
বাকি হারার কপালে ভরা তিরস্কার -অন্ধকার !
কথাটা জানা ও বোঝার আজ ভীষণ দরকার ।


এ যুদ্ধ এবং বিশ্বসঙ্কট
একে অপরের সাথে যুক্ত, পরিপুরক
সাধারণের বহে নাভিশ্বাস বিনা প্রাণবায়ু
অভাবী তারা আধমরা , ফুরিয়ে আসে আয়ু ।
ধনীরা ভাবছে ধনকবচে বেশ ঘেরা
এটমবোম ফাটলে ধ্বংসও হবে তারা ,
এক দিকে বিচক্ষণ, যুদ্ধে ইন্ধন যোগায়
বিশ্বশ্রেষ্ঠ নামের মোহে মাতে সহায়তায় ;
এ সময় আছে তারও ক্ষমতা, কৌশলে
যুদ্ধ বিরামে পারে রাখতে নাগালে ।
না ! তার নেই কোন চিন্তা-বালাই ,
আছে মহানন্দে সুখে অতিশয়
নিজস্ব ঘরে না যুদ্ধ, রক্ত ক্ষয় ,
ঘুড়ি উড়ায় ইচ্ছে মত, হাতে ধরা লাটাই !!


(০১-০৪-২০২৩)
রাশিয়া ইয়ুক্রেন যুদ্ধের উপর লেখ ।