চারিদিকে বৈচিত্রময় সাধুর গণবেশ
চিন্তায়-চিন্তায় মাথাটা ভারী অশেষ ;
হে ঈশ্বর ! জ্ঞানেতে দিয়েছো খবর
ব্যথা বিনে না শিক্ষা- জীবনাড়ম্বর ;
হে বিধাতা ! জানাও কত কথা ,
জীবন হালচাল আরো সখ্যতা ।


যদি সময়ে না জন্ম হত, এ ধরায়
কত অধুরা থাকত অজানা বিদ্যায় ;
যদি না এ যুগ ঘটনায়, না -জড়িত
এ মোহমায়া কর্ম, থাকত অজ্ঞাত ।


তব দয়া- করুণায় হয় জ্ঞানোদয়
কালটা মায়ার আবেশ, বন্ধন ময় ,
চিন্তনের দিলে প্রসার জ্ঞান-ভূমি
স্বচ্ছ জ্ঞানচক্ষুও দানিলে তুমি ।
হে ভাগ্য বিধাতা , কত আর
ভরা মায়া তার, দেখাবে সংসার !


(০৫-০১-২০২৪)
অধুরা > অপরিপূর্ণ ।