আবার বুঝি ঘুরে-ঘুরে দ্বারে
সে যুগ সাধুবাবার, প্রবেশ
এ দেশটা জুড়ে ,
কাজ চলছে পুরোদমে বেশ ।
আগে, রাজা-সম্রাটরা এসবে ,
মেতে থাকতেন নিয়ত সোহাগে ।
  
পুনঃ ফেরত এলো বুঝি সে যুগ
চারিদিকে ভক্তির ধুম-ধাম খুব ,
বাবার নামে একটু কিছু বলা -
কেবল, গলায় পরা বিষের মালা ;
আমুদে জনগণ আত্ম ভাবনায় ,
আজ রাজপাঠ বাবার ইশারায় ।


মাখন-অমৃত, প্রসাদের ছিটেফাঁটা
পায় কী হাতে সে দুঃখী-সাদামাটা ?
এসবে গরিবের মহত্ত বা কী -
সাধুর যে আবার সর্বসুখমুখী
সুস্বাদু খাবার ,দেশী শুদ্ধ ঘি ।


(০১-১২-২০২৩)
নিয়ত > ইচ্ছা, মতিগতি ।