সুযোগ্য শাসকের চলে উন্নতির জল্পনা
দেশটা এক দিনের না-মাত্র কল্পনা ,
মানব, সবলে মহিয়ান ,নীতির বন্ধনে
দেশহিতে চাই কর্ম, সবার-- একমনে ।


ধর্ম ও সাধু , ইহলোক- পরলোক ,
এ চিন্তন নিয়েই যুগ ভাস্বর হোক ;
সে গর্বিত কর্মে শান্তিতে থাক ধরা
না দিক সময়, আগুনজ্বালাধারা ।
ভোগ বিলাসের সেবক- না ধারণা
প্রতিযোগিতার সুখ না যাচনা ।


ধর্ম প্রতিপাদিত হক, নিজ আস্থার
সমাধানে ব্রতী, ভুখার আহার ;
ব্যবসায়ীর উন্নয়ন সেতো শোষণ -
অদূর ভবিষ্যতে না এ সব চিন্তন ।


গ্রাম-গাঁয়ে ঘুরে ঘুরে সাধু -
কৃচ্ছ্র সাধনে রপ্ত হোক শুধু ,
লালবাত্তি গাড়ী হাঁকিয়ে
লোভ-মোহে সেদিকে তাকিয়ে
না কিনা সাধু, শাসক পেছন ঘোরা -
হোক ধর্মমন্ত্রে বলিয়ান, স্বতন্ত্র তাঁরা ।


(১০-০১-২০২৪)