কেন বিগলিত হবে না মন ?
বংশপরায় সংস্কারে আবিষ্ট সে যখন ,
হিতাহিত,- পাপপুণ্য
সাধুর দর্শণেই হয় জীবন ধন্য ।


অধুনা গণতন্ত্রে অদ্ভূত খেলা
এ সুযোগ কাজে লাগেও মেলা ,
ক্ষণ লাভে, কর্ম চলে ,
সুযোগের সদব্যবহারে জয়ও মেলে ।


শিখণ্ডী সামনে, মহাধনুর্ধর পার্থ -
যুদ্ধে কর্তব্য কর্মে হন ব্যর্থ ।
মানুষ বা কি ছার !
শোনা মাত্র ধার্মিক প্রচার
সাধুর নামে দেবেই ভোট ,
মূল-মূল্যবোধ এটাই তো মোট ।


ভোটাগ্রে লাগুক মজমা ,
ধন্য ধন্য আজ জাহাপনা !


(০৪-০১-২০২৪)