অকপটে সঞ্জয় বলেন যাহা
ধৃতরাষ্ট্র শোনে কলির মায়া ।


এত বড়ো ত্যাগ বলিদান
এ কুরুক্ষেত্র যুদ্ধের পরিণাম ,
নারীর প্রতি ঘৃণ্যতম অপমান
অধর্ম মিটাতে দুনিয়া থেকে
যুদ্ধে, চিরশান্তির পথ দেখে
অকালে হারাল কত পরাণ
সব হবে আগে খান-খান ,
যে উদ্দেশ্যে ধর্মযুদ্ধ
আগে নীতি-জ্ঞান সব হবে পরাস্ত
হয় তো ভুলে যাবে কতো
এ কাহিনীর শিক্ষা যতো ।


কলির লড়াই আরো ভয়ংকর !
ক্ষুদ্র স্বার্থ দানা বেঁধে
গোটা বিশ্ব হবে ভঙ্গুর-জরজর ।
এ কুরুক্ষেত্র যুদ্ধ তার কাছে
হবে শিথিল-গৌণ সব উপমা -
সেথা হতে না কোন দীক্ষা ,
না সে মুনি-ঋষির অমূল্য শিক্ষা
অসার, বীরোচিত গুণ-গরিমা ,
কালের গর্ভে হবে সমাহিত
আবার নূতন করে বাড়বে ক্ষত ;
একেই বলে মায়া
কলিতেও দেখা দেবে তার ছায়া ।


(০৮-০৯-২০২২)     (শেষ)