শিক্ষাটা মানুষকে মহামানবে করে রূপান্তর
আবার কোন কোন শিক্ষায় গড়ে ওঠে বান্দর ,
দেবতার সে তনয় শিশু
অশিক্ষায় হতে পারে পশু ,
গড়ে ওঠতে শূরাসুর, শিক্ষার মধ্যেই অন্তর ।


কর্ম কাজে অশিক্ষায় হাতে ধরলে কুড়াল
অকাজে গাছ কেটে জঙ্গল নষ্ট করা বেতাল ,
অজ্ঞতা-অপটু বিচার দ্বারা
অনৈতিকে মাতে পাগলপারা ,
ধ্বংস কাজে সমাজ মাঝে হয় সে মাতাল ।


শিশুকালে জ্ঞান শেখে অমূল্য তা’ প্রথর
শিক্ষার আবার রূপ নানা-- আকার প্রকার ,
কেহ কেহ রপ্ত করে ভেজাল
অকাজের জড়ো সব জঞ্জাল ,
এ এক অজ্ঞানতা রুচি, পছম্দ সই যার ।


(০৬-০১-২০২২)