মাথাটা বড়ো শক্ত খোলসে আবদ্ধ
ঘিলুর স্থানে যেন গোবর-ভুষি-মাটি ,
ভরে আছে ঠেঁসে-ঠেঁসে যত্তো সব অখাদ্য !
সার-জল-পরিচর্যা, কাজে আসে না
অভেদ্য প্রাচীর, মুক্তির উপায় নেই জানা
হ্যাঁ তবে ভরা, বিষাক্ত বিচারের কারখানা ।
দুশ্চিন্তার আগার, মানব মূল্যের হ্রাস
কটুতা, হিংসা, ক্রোধ নিয়ে বসবাস !
সুপ্তলাভা, ব্যাধি- যখন তখন সজাগ
এ কাজে তৎপর ! নয় পিছপা অপরাগ ।


তাই তো অশুভ গ্রহ-গিঁট, জড়তা, না মুক্তি
ভন্-ভন্ ঘোরে, দেমাকে সদা এসব যুক্তি ;
আজে-বাজে চিন্তা, মনে বাসাবাঁধা
তবু কত না প্রভুর মধুর নাম মুখে সদা ,
এ ব্যাধি কি চিরাচরিত উথ্যানে সাথে ধরা ?
মনে হয় মরেও যাবে না,তারা মাঠেমারা ।


(৩০-০৩-২০২৩)
আগার > বাসস্থান , ঘর । দেমাক > মাথা , মস্তিষ্ক ।