রাশিয়া, একদা নবচেতনায় বিশ্বকে দেখায় আলোর পথ ,
যুদ্ধে বিরূপ ! বিপক্ষের চাপে সব আজ জলাঞ্জলি অগাধ ।
পুতিনের উদ্দেশ্য যদিও মহান তবু প্রচার গুণে হয় ম্লান ,
অতীত গৌরব নিয়ে সে কথায় কেহ আজ দেবে না কান ।
মৌকা পরস্ত সুযোগে বিশ্ব মাতব্বর প্রতিরোধ ত্রিশূল হানে ,
এ কর্মে কত কত খুশীর ধারা বয় চক্রান্তকারীর মনে-প্রাণে ।
ইউক্রেনে রাশিয়ার তাঁরই লোক, পায় না সম্পূর্ণ স্বাধীনতা ,
পুতিনের দোষ, তিনি ফেরৎ দিতে চেয়েছিলেন আত্মমর্যদা ।


বাস্তবে এ বড়ো কঠিন কাজ, তাই তাঁর মাথায় পড়ে বাজ !
আজ টলমল করে তাঁর মস্তকের, আভামণ্ডিত শ্রেষ্ঠ তাজ ।
কারা চায় জগৎ ভাল ! লোভে যার হদয় দেখি কালো কালো
তারা আগ্রহী , স্বধর্মী শোষণ মণ্ডলীতে কত না সম্মান পেল ।
প্রচার এমনি এক মাধ্যম, পিতলকে করে চমকদার সোনা ,
বিপক্ষ এ সুযোগে রাশিয়াকে নিয়ে মরণ খেলা খেলছে নানা ।
পরের কাঁধে বন্দুক রেখে তারা চায় বিনা পরিশ্রমে স্বার্থ জয়
তিল মাত্র না কোন মানবতা ভাবনা, অর্থ-অধিভার ,লোকক্ষয় ,
এ এক বিড়াম্বনা ! ভালো করা নয় চাট্টিখানি কথা- বাস্তবে !
তাই পাশা পালটায়, আজব চেতনা ভরা এ জটিল বিশ্বে ।
এ ধারা এক কালিমা রূপ নেবে, ইতিহাসে পবিত্রতম পাতায় ,
যুগ-যুগ ধরা রবে একাবিংশ শতাব্দির মৃত্যর করুণ অধ্যায় ।


(০২-১১-২০২২)