অযুত নিযুত কোটি আকাশ- তারা
সূর্যসম জ্যোতিপ্রভা প্রকাশে তারা ,
আলোয় আলোয় ভরা এ বিশ্ব জগৎ -
মনে জাগে বিষ্ময় ! হেরি মসি-পরত্ ।


এত আলো তবু আঁধার নয় সে পরাস্ত ,
ঔজ্জ্বল্য দীপ্তিধারা সবই করে আহত ।
মানব সমাজ মাঝে গুণধর জনরাজি -
তাঁরাই জগৎ চালক একনিষ্ঠ মাঝি ।


সততার কার্য যত ফলে না সুফল ,
এ ভূমির মঙ্গল কাজ যায় রসাতল ।
আঁধারসম বিকৃত যত মনুষ্য কর্ম ,
সংঘটিত অঘটন, অমূল্য গুণধর্ম ।


আলোর নিখাদ কাজ, উজ্জ্বলায় তারা ,
অকৃপণ দান, জ্ঞানে চৈতন্যে ভরা ।
নিষ্পাপ আলো, সেবা করেও অসফল -
আঁধার আলোরে, সুযোগে মারে ছোবল ।


(ইং-০৯-১২-২০১৮)