মগজে ধারণ ঘৃণার মশলা ,
খুনি, রক্তপাতে কারণে নিশ্চুপ -
গলঃধিকরণ পেয়ালা-পেয়ালা
বাঁচতে পান করে ধর্মের সুপ ।
সর্বদা হুজুকে মাতে, -লুণ্ঠন ,
জাত, ধর্মে ,বাহার -মস্তানি
পর সম্পত্তি নিয়ে টানাটানি ,
কাজটির ধারা চলে -সনাতন ।


জ্ঞান যদিও পায় ,সারাজীবন
মনে জাগে না ভালোবাসা -
অপর কেউ সামনে না পেলে
নিজ মাঝেই বাঁধায় তামাশা ।
দর্পে বাঁচা বেশ কিছু কাল
ক্ষত দগদকে রয় জীবন ,
তলিয়ে যায় মানবতার মন
দ্বন্দ্ব-বিভেদ, ঘৃণার রাবণ।


(২৮-০৭-২০২২)
**-সুপ > হজম বর্ধক তরল ।