বিহঙ্গ, সে মুক্ত স্বাধীন
করে না চাকরী ,না ব্যবসা, চাষ-বাস -
তবু মেলে আহার তার বারোটি মাস ,
চিত্ত সুখে সে কাটায় দিন ;
পরের বাগানে ঘোরে ,ফলমূল খায়
মহৎ গুণ ,করে না বিশেষ অনিষ্ট
সামান্য আহারেই থাকে সন্তুষ্ট ,
মনে ভাবনা পোষে না- হীন ।


করে না সে কর্ম ,ভবিষ্যৎ সঞ্চয়
সামনে যা জোটে তাই খায় ,
প্রকৃতির দুর্যোগে পায় না রক্ষা
বিদ্বেষ, খুন-খারাপি না ভাবনায় ,
ঘোরে না তীর্থ সে গয়াকাশী-মক্কা ।


পাখী নয় পাপী , করে না নষ্ট প্রকৃতি
কিছু ব্যাধ ছাড়া তাকে
সবে ভালোবাসে সোহাগে ,
আরো মানুষে জাগুক প্রেম, বিহঙ্গ প্রতি ।


(০৭-১১-২০২৩)