জঙ্গলেরও আছে এক বিভৎস রূপ
উপরে সবুজ, নীচে ছায়াঘন অন্ধকার  
গোটা জঙ্গল পশুর একছত্র অধিকার ,
রাত বা দিনে হিংস্র জন্তুর দাপট খুব ;
আমরা ভাবি সবে মুক্ত, মনে হয় সুখী
শোনার কেহ নেই , তার মর্ম বেদনা
সহিতে হয় ভীষণ অন্যায় যাতনা ,
দুর্বল তারা ভয়ে তটস্থ ,বেজায় দুঃখী ।


মানুষ তাঁরই জ্ঞানবলে গড়ে সমাজ
প্রেম ভালোবাসায় হতে চায় আগাজ  ;
সমতা-ন্যায় মান্যতায় তৈরী নিয়ম
বাঞ্ছা, সবে হোক সৎপথে কর্মক্ষম
আপন ভাল ,জগৎ ভাল, মহান ভাবনা
ধরায় বুদ্ধিবলে মানুষ রচে নিয়মনামা ,


তবু দেখা গেছে কিছু স্বার্থী এসব চায় না
চাতুর স্বভাবী, মন ভরা দুষ্ট কর্মে নানা ।
পশুত্ব মত-কত অন্যায় কাজ সে করে
কত গরীব বাঁচে, বুকে ধরে ছোট্ট কুড়ে
সেথাও বালা, ক্রূর সে নেয় তা’ কেড়ে ,
দস্যুর বাঁচা চিরদিন পশুত্ব আচরণ ধরে ।


(১৬-০৫-২০২১)
তটস্থ > উৎক্ণ্ঠিত । আগাজ > উন্নত । নিয়মনামা > নিয়মের, বিধির পুস্তক-দলিল । বালা > আপদ ।