রসনার স্বাদে, মুখে আসে জল
মিষ্টির আস্বাদ স্বপ্নে ও টলমল !
স্বপ্ন, শুভ-অশুভ, বহে সংবাদ ,
“স্বপ্ন, শুধু স্বপ্ন”! এটাই প্রবাদ ৷


ঐ যে ভিখারী,- ফকীর ,
স্বপ্নে দেখে, সুস্বাদু ক্ষীর !
আর যারা- সাধু ,-পীর ?
স্বপ্নে খোঁজে, ভবসাগর তীর !


অকুত ধন কোথা যায় সারা ,
ধনীর স্বপ্ন, সুখনিদ্রা হারা !
কর্মঠ, অঘোর ঘুমে আবেশিত ,
স্বপ্নে বিভোর- গভীর কত !
বেকারের আশা শুধু চাকরি ,
স্বপ্নে আরতি, রাতদিন তারি !


পরগাছারা, নয় আশাহত !
ধার ধারে না ! স্বপন যত ৷
আস্থাধারীর, স্বপন ভরসা -
অনেক করে সুদিন আশা ৷
ডরাবনা স্বপ্নে , কেহ পায় ভয় !
আজীবন কাটায় নিয়ে সংশয় ৷


নেশাড়ু -স্বপ্নে, সদা বাবুড়ুবু !
স্বপ্নভয়ে , হয়না সে কাবু ৷
তারা, আশা- নিরাশার দোলায়-
স্বপ্ন নেশায়, ভাসে মেলায় !
মানে না কোন জয়-পরাজয় -
শুয়ে, ঘুমিয়ে ,শূন্যে হারায় !
কখনো স্বপ্নে পেয়েছে- মানিক !
রাজসুখ মরমে, ক্ষণে- ক্ষণিক !
স্বপ্ন ভাঙায় ,দু’হাতে হাতড়ায়-
আবেগে চোখে ,জল ঝরায় !!


(ইং-১০-০৬-২০১৭)