জীবন রক্ষায় করা হয় করম
ধরে চেষ্টা, বাঁচা জনম জনম ,
বাঁচায় আছে কত না উপায়
গাছের- ’পর বা পর্বত গুহায় ।
কতর বসবাস গর্তে খোড়লে
শুদ্ধ বাতাসে সেথা- মগডালে ।


কেউ বা কাটায় মাটির নীচে
কেউ আবার বহরূপী সাজে ,
শামুক খোলে কারো বা জীবন
কারো বাসস্থান উন্মুক্ত প্রাঙ্গন ।
অগত্যা বহুতর জীবন রক্ষায়
কাঁটা-ঝোঁপে ঘরকরে আশ্রয় ,
সে ভাগ্যশালী অট্টালিকা ’পর
সবের না সে- সুযোগ, বাঁচার ।


(ইং-১০-০১-২০১৯)