ইশারায় ইশারায় জ্ঞানীর আলাপ
মুখ খুল্লেই হয় জানা  
অজানা অন্তর ভাব ,
সহজে বুঝে নেন ,পরস্পর শোক-তাপ ।

অন্ধ সে পথে চলে, যষ্ঠির ইশারায়
বেছে উবড়-খাবড় ,ভাল মন্দ ;
এদিকে চোখ থাকতেও কত জনা
আলোতেও তারা যে অন্ধ ।

বেশরম সে সহজে বোঝে না
বোঝাতে, ঝাঁড়ু করে খাতির
লাঠি হলেও হয় ভাল ,
বোধের ঔষধ মিঠাক্ষীর ।

ভূত ভয় যে মনে গাথা
নাম করা সে স্থান
চেনা জানা সে গাছ তলা ,
ভয় লাগে রাত্রি কালে চলা
গা ছম-ছম করে মেলা ।

(২৫-০৮-২০২২)