নিজের গুণ খুব ভালো
ভাবনা অহং ময় !
ভাল কেবল সেই হয়
ভাল, দশে যারে কয় ।


ভালোরে নিয়ে গোলকধাঁধাঁ
বুঝিবারে নেই যে উপায় ,
ভাল ও মন্দ মিলে
জীবনটি চলে এ ধরায় ।


বাছাবাছি যতো কর -বাছা !
ধনী গরীব রাজা
সত্য অসত্যের -প্রমাণ
টেঁকে না তা’ এ ষুগে
সহ-অবস্থানে যদি না বাঁচা
বিপদও ঘনাবে স্বর্গে ।


গাল-মন্দ শুনেও
কিছু পাগল! তাঁরা ব্যতিক্রম
বুনোমোষ তাড়ায়
হয় না পরাভব , করে করম
না বিচলিত, যাতনায় ।


(২১-০৬-২৩)
বাছা > বাছাই করা, আর বাছা > বৎস , সন্বোধনে- বালক সম ।