দান-দক্ষিণা ও পুণ্যকাজে তীর্থ ঘোরা
পূজা-পাঠ ও ধ্যান-ধারনা কর্ম সারা
সবার মূলে উন্নতি-এবং শান্তি ,
বোকাও এ কাজে মনে পোষে না ভ্রান্তি ।


বুদ্ধি-বিবেক , সংযোগে কত সচেতন
কৃষিকর্ম-ব্যাবসা-চাকরী, অর্থোপার্জন ,
সবার মূলে চাওয়া- এক আদর্শজীবন ।
জীবনপথে কর্মজীবনে মেলে বহু বাধা
তবু মোরা করি ঈশ্বর চিন্তা -সদা ,
আঠাল লোভ-বিদ্বেষ যায় না ছেড়ে
ওরা, মনুষ্যত্ব উত্থান সব নেয় কেড়ে ।
সেই একই অবস্থা যুগ- যুগ ধরে
অন্ধকুপেই স্থির রইলাম পড়ে !


(০৪-০৩-২০২৩)