ঘনবসতি, বড় ব্যস্ত রাস্তা
পাগলটা কোথায় যাবে ?
তার যে জীবনে- শূন্য আস্থা !
জোটে না দু’মুঠো আহার
এক পুলের পাশে পাতে সংসার ।


পথ চলতি সবে বলে পাগল -
কি কারণ , হ’ল তার মাথায় গোল ?
পরিচয়ে কেহ জানে না আসল ।
কপালের ফের , বিপদ অসহ্যের ,
সে সভ্য মানুষ তকমা দেয়
শোভে অপ্রকৃস্থিত আখ্যায় ।
ভাব-গতি হীন জীবন ক্রিয়া
কটু বাক্যে নেই কোন প্রতিক্রিয়া ,  
ইন্দ্রীয় আয়ত্তের বাইরে ,
অনুভূতি, সুখ-দুঃখের উপরে
তাই পল পল বাঁচা ,সমাজ বাইরে ।


নদীর ভাঙাপাড়ে ঘর !
সেই বোঝে, সে পাগলের সমাচার !
পাগল কেহ হয় না-- স্বেচ্ছায়
কারণ ঘাঁটলে দেখা যায় -
মানবতায় আঘাত
তার জীবন হয় নিপাত্  ,
আর হয় দৈহিক ও মানসিক যাতনায় ।


(২৫-০৪-২০২৩)