বিজ্ঞানী তার খোঁজের মহাভারে -
বহুমুখী প্রতিভা যায় বুঝি ঝরে !
নেতার উৎস খোঁজার সময় নাই -
বেহিসাব সৃষ্টি ঘরে, নেতা যে তাই ?


একদা স্বপনে প্রভু মোরে জানায়-
আগে আর পাবে না সুসময় -
হতভাগা !এক্ষণে কর সব ভরপাই ?
লেখ ?  যা-যা আমি আগে জানাই !


যারা অতীব স্মৃতিধর-
তারা সংসারে উর্দ্ধে, সবার ,
আই-পি-এস, আইএএস , বিজ্ঞানী -
মেধায় তারা যে গুণী-জ্ঞানী ৷
তারপরে ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার -
দেমাকে তারাও জোরদার-
তারপর সেনা পুলিশ শিক্ষক-
এরা সৎ , দেশ রক্ষক ৷
নীচে, ক্লার্ক, শ্রমিক, সেবাদার-
কম আয়ে চালায় সংসার ৷


এখন রহিল খেলো ! বাকি তারা -
মনে রাখ ? বাদবাকি সব নেতারা–
যারা কাজে-কর্মে ,চির ফেল্ -
তারাই দেশর ইঞ্জিন্ !আসল খেল,
ওরাই চালায় দেশ রূপ রেল !


তারা আস্থায় পড়ে, বাবার পায়-
গজিয়ে, মস্ত বড়ো নেতা হয় !
সবারে করে ছলনায় মন জয়-
মান-সম্ভ্রমে নাই ওদের ভয় !


“দলের নাম” ক্ষেত্র, ভাষার, ধরণ-
আর, দেবতার নামে- নাম করণ !
তখন কামায় কালো টাকা, অযথা -
রাতেই গড়ে ওঠে এভাবে নেতা !
এরাই আবার সবার ভাগ্যবিধাতা -
বুঝিলে, নেতার উৎস ? ওহে ভ্রাতা !!!.....


(ইং-১৭-১২-২০১৬)
বাবার পায় > ধর্মীয় সাধু বাবা ৷
দেবতার নামে >বজরংগ, শিব ,
কালী, দুর্গা –ইত্যাদি ৷